উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের পাশে আজ রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী (৩৭) ঘটনাস্থলেই নিহত গয়েছেন। নিহত আইয়ুব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ওয়াদুদ জানান, ঘটনার সময় আইয়ুব আলী তার বাড়ি থেকে হাটিকুমরুল যাচ্ছিলেন। পাইকপাড়া গ্রামের পাশে উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী গরুবাহী একটি ভটভটির সাথে মুখোমুুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী মারা যান।
পুলিশ ঘাতক ভটভটিটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। আইয়ুব আলীর মরদেশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।